ইহুদিবিরোধী হামলায় ইরানকে অভিযুক্ত করে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়া তার নিরাপত্তা ও সামাজিক সংহতি রক্ষায় অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটি জানায়, তারা ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলব্যানিজ অভিযোগ করেছেন, ইরান অন্তত দুইটি এন্টিসেমিটিক (ইহুদিবিরোধী) হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
তিনি বলেন, ‘এগুলো ছিল অস্ট্রেলিয়ার মাটিতে একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পিত ও বিপজ্জনক আগ্রাসনের ঘটনা। এসব হামলার উদ্দেশ্য ছিল সমাজে বিভেদ সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করা।’
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় ঘরবাড়ি, স্কুল, উপাসনালয় (সিনাগগ) এবং যানবাহনে একাধিকবার অ্যান্টিসেমিটিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ জুলাই মাসে মেলবোর্নে একটি সিনাগগে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় উপাসনালয়ের ভেতরে উপাসনকারীরা অবস্থান করছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, অস্ট্রেলিয়া তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং দূতাবাসের সব কূটনীতিক বর্তমানে একটি তৃতীয় দেশে নিরাপদে অবস্থান করছেন। পাশাপাশি, অস্ট্রেলিয়ার সরকার তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্স থেকে অনূদিত
আমারবাঙলা/এফএইচ