শেষ হওয়ার পথে ২০২৫ সাল, আর এই বছর ফুটবল মাঠে নিয়মিত গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্লাব (রিয়াল) ও জাতীয় দল (ফ্রান্স) মিলিয়ে গোল সংখ্যা এখন পর্যন্ত ৬০।
২০২৫ সালে এখন পর্যন্ত এমবাপ্পেই সর্বোচ্চ গোলদাতা। ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, রিয়ালের হয়ে তিনি চলতি বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে ২৩ গোলই চলতি মৌসুমে এসেছে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশ এমবাপ্পের কাছ থেকে এসেছে। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি এ বছর ৭ গোল করেছেন।
বছর শেষ হওয়ার আগে ডিসেম্বরে ক্লাবের হয়ে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই ফরাসি তারকা। এই ৫ ম্যাচে কমপক্ষে ৭ গোল করতে পারলে এমবাপ্পে ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন। তখন তার ক্লাব গোল হবে ৬০টি।
বর্তমানে ২১ শতকে ক্লাব ফুটবলে এক বছরে ৫৯ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় স্থানে রয়েছেন। এমবাপ্পে ৭ গোল করলে রোনালদোকে তিনে ঠেলে দুইয়ে উঠে যাবেন। তবে ক্লাব ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ৭৯ গোল নিয়ে তালিকার চূড়ায় থাকা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া এমবাপ্পের জন্য অনেকটাই অসম্ভব, কারণ সেক্ষেত্রে তাকে ৫ ম্যাচে ২৭ গোল করতে হবে।
২০২৫ সালে সবচেয়ে বেশি গোল করার তালিকায় এমবাপ্পের চেয়ে ১১ গোল পিছিয়ে ৪২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। তাই নাটকীয় কিছু না ঘটলে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া কেইনের জন্য কঠিনই হবে। জাতীয় দলের গোল বিবেচনায় ৫ ম্যাচ হাতে রেখে এমবাপ্পের গোল এখন ৬০টি। ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করা ফুটবলার হলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডফস্কি।
এই তালিকায় এবার প্রবেশ করেছেন এমবাপ্পেও। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকাতেও আরও ওপরে ওঠে আসার সুযোগ আছে এমবাপ্পের। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১২ সালে ৯১ গোল করে সবার ওপরে মেসি রয়েছেন, এরপর ৮৫ গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং ৭৫ গোল করে তৃতীয় পেলে।
এমবাপ্পে যদি বাকি ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করেন, তবে তিনি পেলেকে ছুঁয়ে ফেলবেন। আর ১০ গোল করতে পারলে তিনি রোনালদো ও লেভানডফস্কিকে পেছনে ফেলতে পারবেন।
● আমারবাঙলা/এফএইচ