ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থানের কথা জানাল সরকার। যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে তা মানা হবে না।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, তবে বাংলাদেশ সেই চাপ মেনে নেবে না। নিরাপত্তা ইস্যুতে দেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ।
আইসিসি আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প হিসেবে অন্য কোনো দল, বিশেষ করে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।
বিশ্বকাপ ইস্যুতে আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবির পক্ষ থেকে আবারও স্পষ্ট করে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনো অবস্থাতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
এ কারণে লজিস্টিক জটিলতা কমিয়ে গ্রুপ পরিবর্তনের বিষয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে বলে।
আমারবাঙলা/এসএবি