ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসার কথা ছিল আইসিসির দুই কর্মকর্তার। তবে শেষ পর্যন্ত একজন প্রতিনিধি এসে বৈঠক করবেন। আইসিসির অ্যান্টি-করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার একাই ঢাকায় সফর করছেন।
প্রাথমিকভাবে তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন কর্মকর্তা আসার কথা থাকলেও, তিনি সময়মতো ভিসা না পাওয়ায় আসতে পারেননি। এই অনুপস্থিতিকে অনেকেই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন।
বিসিবি এবং বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আনুষ্ঠানিক অনুরোধ করেছে। নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এফগ্রেভ ঢাকায় বৈঠকে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন, যাতে নিশ্চিত করা যায় বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ভারতীয় মাটিতেও সর্বোচ্চ পর্যায়ে থাকে।
এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ দল ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে অনিচ্ছুক। এরপরও এই বিষয়ে একাধিকবার চিঠি আদান-প্রদান হয়েছে। যদিও খবরে জানা যাচ্ছে, আইসিসি এখনও ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এই বিষয়গুলো নিয়ে মিরপুরের বিসিবি কার্যালয়ে আইসিসির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে পারেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য,মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। দাবি তোলে ভেন্যু পরিবর্তনের।
এরই প্রেক্ষিতে বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসার কথা থাকলেও তবে শেষ পর্যন্ত জানা গেছে, একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।
আমারবাঙলা/এসএবি