গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫জনের মধ্যে ১জন পুরুষ, ৪জন নারী।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ৯৬ হাজার ৬৭ জনে।চলতি বছর নভেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
ডেঙ্গু জ্বর: লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়;-
ডেঙ্গুর লক্ষণ:
হঠাৎ উচ্চ জ্বর (১০২–১০৪ ডিগ্রি ফারেনহাইট), তীব্র মাথাব্যথা, বিশেষ করে চোখের পেছনে, শরীরজুড়ে ব্যথা (অনেকেই একে ‘হাড়ভাঙা জ্বর’ বলেন),
বমি বমি ভাব বা বমি, ত্বকে ফুসকুড়ি বা র্যাশ, দুর্বলতা ও অরুচি।পেটের তীব্র ব্যথা, ঘন ঘন বমি হওয়া,নাক-মুখ বা মাড়ি দিয়ে রক্তপাত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া।
ডেঙ্গু হলে কী খাওয়া উচিত?
ডাবের পানি
পেঁপে, কমলা, জাম্বুরার রস
হালকা খিচুড়ি, ডাল, মাছের ঝোল, স্যুপ
সেদ্ধ ডিম
চিকিৎসকের পরামর্শে পেঁপে পাতার রস
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ডেঙ্গুর কোনও প্রতিষেধক নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায়। এর জন্য ঘর এবং আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবচেয়ে জরুরি।
যা করতে হবে-
জমে থাকা পানি নিয়মিত ফেলে দিন (ফুলের টব, এসির ট্রে, ফ্রিজের নিচে ইত্যাদি)
পুরনো টায়ার, বোতল, বা পাত্র উল্টে রাখুন যেন পানি জমে না থাকে
দিনে ও রাতে মশারি ব্যবহার করুন
শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করুন
মশা নিরোধক স্প্রে ও কনটেইনারে লার্ভানাশক ব্যবহার করুন
ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা। প্রতিদিনের অভ্যাসে সামান্য।
আমারবাঙলা/এসএ