জুলাই আন্দোলনে বাধাদান, হুমকি প্রদান ও চিকিৎসাসেবা ব্যাহত করার অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (০১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। একই অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগে একটি ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব–উল–মাওলাকে আহ্বায়ক এবং প্রক্টর ড. মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে গঠিত কমিটি দাখিল করা প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বলে জানাগেছে।
● আমারবাঙলা/এফএইচ