ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ হিসেবে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নির্বাচনি প্রচারণা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরে টহল ও মোতায়েন কার্যক্রম শুরু করা হয়েছে। এই পদক্ষেপ মূলত শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
জানা গেছে, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। সেক্ষেত্রে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন থাকায় পুরো এলাকা কঠোর নজরদারির আওতায় রয়েছে।
আমারবাঙলা/এসএবি