ছবি: আমার বাঙলা
সারাদেশ

সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

ফেনী, দাগনভূঞা (প্রতিনিধি)

দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কণ্ঠস্বর। সমাজের অনিয়ম, অবিচার ও সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান—কোনো ধরনের চাপ, প্রলোভন কিংবা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমেই জনগণ প্রকৃত তথ্য জানতে পারে এবং একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করা সম্ভব হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে।

শেষে তিনি বলেন, দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোতে সয়লাব মনোহরদী বাজারসহ আশেপাশের হাটবাজার

ময়মনসিংহের ভবেরচর কাচারী বাজার ও চাঁপাইনবাবগঞ্জের রহমপুর থেকে প্রায় প্রতিদি...

নির্বাচনী জনসভা: মৌলভীবাজারে তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার মৌলভীবাজারে আসছেন। এদিন তিনি...

কুষ্টিয়ায় শেষ দিনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে পাঁচজন প্রার্থী তাঁদের...

কুষ্টিয়ায় আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল ও বাড়িঘর...

মৌলভীবাজারের ৫৫৪ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যাম...

কিডনি রোগে আক্রান্ত শাহাজান বাঁচতে চান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী, উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট...

গণভোটে সবাইকে অংশগ্রহণের আহ্বান খাদ্য উপদেষ্টার

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ ও গণভোট দ...

অভিযোগ মিথ্যা,আমি নির্দোষ: পলক

চব্বিশের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত...

এক ছাদের নিচে হাজারো পণ্য: এবারের বাণিজ্য মেলার আকর্ষণ

পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ঢাকা আন্তর্জাতিক...

সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা