ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৫ জন প্রার্থীর হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় করেন। তিনি সকল প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানান এবং আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমারবাঙলা/এসএবি