খেলা

পেনাল্টি হজম নিয়ে রেফারিকে দুষছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা

ক্রীড়া ডেস্ক

ভিএআর মনিটর দেখে কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান বাঁশিতে ফুঁ দিয়ে পেনাল্টির ইঙ্গিত করলেন। ধারাভাষ্যকার তখনই বললেন, পেনাল্টিটি নিয়ে বিতর্ক হতে পারে। শেষ বাঁশি বাজার পর ঠিক এমন প্রশ্নই তুলেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ শেষ রাউন্ডে গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আগেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডরকে গোলটি এনে দেন ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ভেসে আসা বল ধরতে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন ইকুয়েডরের রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রিসিয়াদো। তাঁকে থামাতে আড়াআড়িভাবে ছুটে যান আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। বল বাতাসে থাকতে দুজনেই লাফ দেন। দুজনে শূন্যে ভাসার সময় তালিয়াফিকোর ডান হাতের কনুই লাগে প্রিসিয়াদোর মুখে। মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন প্রিসিয়াদো। ভিডিও রিপ্লে দেখে মনে হয়নি, তালিয়াফিকো ইচ্ছা করে কনুই মেরেছেন প্রিসিয়াদোকে। ইকুয়েডরের মেডিকেল দল ছুটে যায় প্রিসিয়াদোর কাছে। রেফারি রোলদান তখনো ফাউলের বাঁশি বাজাননি।

প্রিসিয়াদো প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় ভিএআর মনিটরে মুহূর্তটি পর্যালোচনার ডাকা হয় রেফারি রোলদানকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তালিয়াফিকো ও প্রিসিয়াদোর সংঘর্ষের মুহূর্ত দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান আর্জেন্টিনার বিপক্ষে।

ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মিক্সড জোনে বলেন, ‘পেনাল্টিটা অন্যায্য। লাল কার্ডটা (ওতামেন্দির লাল কার্ড) হতে পারে, কিন্তু পেনাল্টি নিয়ে বিতর্কের জায়গা আছে, যেটা তালিয়াফিকোর বিপক্ষে যায়। এটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ঘরের বাইরে রেফারিরা আমাদের জন্য সবকিছু কঠিন করে তোলেন।’

তালিয়াফিকোর যুক্তি, ঘটনাটা মাঠের অন্য কোনো জায়গায় ঘটলে ভিএআর তা পর্যালোচনা করত না, এমনকি ফাউলের বাঁশিও বাজানো হতো না। তাঁর ভাষায়, ‘(লাফ দেওয়ার সময়) নিজের সহজাত ভঙ্গিতে আমি হাতটা বাড়িয়েছি। আমি হেড করলেও সে (বলের) পজিশন জিতেছে। প্রিসিয়াদো যে উগ্রতা নিয়ে দৌড়ে আসছিল, আমি চমকে গিয়েছি। মাঠের অন্য জায়গায় এটা খুবই স্বাভাবিক লড়াই, যেটায় শাস্তি হয় না কিংবা কী ঘটেছিল, তা দেখা হয় না। কিন্তু বক্সের ভেতরে বলেই তিনি (রেফারি) রিভিউ করেন। এটা অদ্ভুত যে তিনি আমাকে হলুদ কার্ডও দেখাননি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজি...

রহস্যঘেরা বাংলো বাড়ি পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাহাড়ি জনপদ কাশেমনগরের...

৪০ ফুট গভীর পর্যন্ত খুঁড়েও মিলল না শিশু সাজিদের সন্ধান

রাজশাহীর তানোরে ৩০–৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে উদ্ধ...

বিসিবির সামনে জনতার বিক্ষোভ

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। দুপুর ১২টার দিকে মিছ...

রাঙ্গুনিয়ায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের (বয়স আনুমানিক ৬০) মরদেহ...

চট্টগ্রামে বৃদ্ধাকে মারধর, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৯ বছর বয়সী জ...

কক্সবাজারে শরীফ খুন: মূল আসামি আব্দুল করিম গ্রেপ্তার

কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী এলাকায় গত ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর শরীফ...

নকশা বহির্ভূত ভবন নির্মাণ: চট্টগ্রামে রেইনবো ডেভেলপার অফিস সিলগালা

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (স...

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি...

বাঁশখালীতে টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা