বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানের মৃত্যুর পর তার প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও সে প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে দেশের কৃষিখাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।
এ সময় একজন সাংবাদিক যশোরের আলোচিত ঘটনাটি নিয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্পষ্টভাবে জানান, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।
একপর্যায়ে আরেক সাংবাদিক স্মরণ করিয়ে দেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় নির্ধারণ করা হবে।
সাংবাদিকদের পক্ষ থেকে দায়বদ্ধতার প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, আজকের আয়োজনটি শুধুমাত্র কৃষি বিষয়ক। কৃষকদের সমস্যা নিয়েই প্রশ্ন করতে তিনি আগ্রহী।
এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের পরিচয়ে নয়, বরং অপরাধীদের জামিন দেওয়ার বিরোধিতা তার অবস্থান।
তবে যশোরের ঘটনার বিষয়ে পুনরায় প্রশ্ন করা হলে তিনি আর কোনো মন্তব্য না করে সভাকক্ষ ত্যাগ করেন।
আমারবাঙলা/এসএবি