চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ২৯৩ নম্বর আসামি বাদশা ওরফে ছোট বাদশাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার একটি আভিযানিক দল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. বাদশা ওরফে ছোট বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ছোট বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোডে সংঘটিত আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ওসি সোলাইমান বলেন, নগরীতে সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আমারবাঙলা/এনইউআ