চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা মোতালেব (ডিএডি) র্যাব-৭-এর পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের একপর্যায়ে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ডিএডি মোতালেব গুরুতর আহত হন।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
র্যাব সূত্র জানায়, নিহত কর্মকর্তা মোতালেব একজন সাহসী ও অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।