বিনোদন

‘মাটির মেয়ে’ দেখে দর্শকেরা কে কী বলছেন

বিনোদন প্রতিবেদক

তিন দিন আগে মুক্তি পেয়েছে নাটক ‘মাটির মেয়ে’। গত শনিবার থেকে নাটকটি রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে। এরই মধ্যে ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে ৫১ লাখের বেশি। মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি। আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতিমধ্যে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছে।

২৫ জুন প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। এর পর থেকেই আলোচনায় রয়েছে নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী, সুচনা শিকদার প্রমুখ।

নাটকটি দেখে নাজমা রহমান নামের একজন লিখেছেন, ‘শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল। মায়েদের এমনই হওয়া উচিত। কিন্তু বাস্তব হচ্ছে, মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়, তবু সুখ আসে না। অনেক সুন্দর লাগল নাটকের শেষটুকু দেখে।’ জাহাঙ্গীর নামের একজন লিখেছেন, ‘নাটকটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। আসলে এই নাটক থেকে কিছু শেখার আছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আসুক।’

মোহাম্মদ আসলাম নামের একজন অভিনয়শিল্পী তামিম খন্দকারের প্রশংসা করে লিখেছেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল। সবাই যদি এমন হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। সবাইকে এ বিষয়টা বোঝানোর জন্য ধন্যবাদ তামিম ভাইকে।’

জেসান নামের একজন লিখেছেন, ‘নাটকটা দারুণ হয়েছে, আবেগপ্রবণ গল্প। তামিম এতটা ভালো অভিনয় করেছে, শায়লা সাথীও। এই জুটির আরো নাটক চাই।’

জোবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন, ‘এককথায় নাটকটা অসাধারণ, আমার চোখে পানি চলে আসছে।’ মো. সোহান লিখেছেন, ‘সব ছেলে এক না রে বোন। শেষে তো কান্না করে দিছি, এমন মানুষ যদি সব ঠকে যাওয়া নারীর জীবনে আসত।’ খাদিজা লিখেছেন, ‘বুকের ভেতর চাপা কষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। কিছু বলার যেন ভাষা নেই।’

হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন, ‘কোনো দিন নাটক দেখে চোখে পানি আসেনি। প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার এমন দুটি মেয়ে আছে, কারও জীবনে এমন কষ্ট দিও না আল্লাহ।’ অন্য একজন দর্শক লিখেছেন, ‘আমি একজন মা। আমি সত্যিই নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি একমুহূর্তের জন্য কান্না থামাতে পারিনি। সত্যিই নাটকটার কোনো তুলনা নেই, অসাধারণ হয়েছে।’

একজন সহজ–সরল মেয়ের জীবনচক্র, বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা-সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এই নাটক-এমনটাই মনে করছেন পরিচালক আর্থিক সজীব। অন্য ধাঁচের গল্প হলেও চিত্রনাট্যে গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনা হয়েছে, যেন মানুষ ভাবনায় সহজে ডুব দেয়। সজীব বলেন, ‘এ নাটকটিতে আমি একজন সহজ–সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি। নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে, এটি একটি অফ ট্র্যাকের সিনেম্যাটিক গল্প। এই গল্পে শায়লা সাথী দারুণ অভিনয় করেছেন, “মাটির মেয়ে” মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে!’

নাটকটির প্রযোজক মনোয়ার পাঠান বলেন, ‘ভালো গল্প, ভালো নির্মাণ এবং অভিনয় ভালো হলে দর্শক নাটক দেখে। “মাটির মেয়ে” নাটকের দর্শকপ্রিয়তা এটিই প্রমাণ করে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদকবিরোধী অভিযানকালে ভিডিও করায় ‘অশালীন ভঙ্গি’, দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় প...

সোহরাওয়ার্দীতে মিছিল নিয়ে যাচ্ছেন নেতা–কর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ‘জাতীয় সমাবেশ...

গাজায় ইসরায়েলের আচরণ গ্রহণযোগ্য নয়: জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা কর...

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমির নিহত

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রব...

ড. ইউনূস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কারের পথে এগোলেন, প্রশ্ন ফরহাদ মজহারের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কারের পথে এ...

ইংল্যান্ডে তুমুল জনপ্রিয় সূর্যবংশী

ভারতের পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দল একই সঙ্গে ইংল্যান্ড সফর...

অবশেষে প্রেমে পড়লেন ৪২ বছরের ভার্জিন স্কুলশিক্ষক...

দেখার পর সিনেমাটির অনেকগুলো দৃশ্য চোখে ভাসতে থাকবে, তা নিশ্চিত। কফি হাউসের সা...

আগস্টে কলকাতায় নূরুজ্জামানের ‘মাস্তুল’

ভারতের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় নির্বাচিত হয়েছে ঢাকার সিনেমা &lsquo...

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্প...

অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

পার্কে অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা