বিনোদন

‘মাটির মেয়ে’ দেখে দর্শকেরা কে কী বলছেন

বিনোদন প্রতিবেদক

তিন দিন আগে মুক্তি পেয়েছে নাটক ‘মাটির মেয়ে’। গত শনিবার থেকে নাটকটি রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে। এরই মধ্যে ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে ৫১ লাখের বেশি। মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি। আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতিমধ্যে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছে।

২৫ জুন প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। এর পর থেকেই আলোচনায় রয়েছে নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী, সুচনা শিকদার প্রমুখ।

নাটকটি দেখে নাজমা রহমান নামের একজন লিখেছেন, ‘শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল। মায়েদের এমনই হওয়া উচিত। কিন্তু বাস্তব হচ্ছে, মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়, তবু সুখ আসে না। অনেক সুন্দর লাগল নাটকের শেষটুকু দেখে।’ জাহাঙ্গীর নামের একজন লিখেছেন, ‘নাটকটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। আসলে এই নাটক থেকে কিছু শেখার আছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আসুক।’

মোহাম্মদ আসলাম নামের একজন অভিনয়শিল্পী তামিম খন্দকারের প্রশংসা করে লিখেছেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল। সবাই যদি এমন হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। সবাইকে এ বিষয়টা বোঝানোর জন্য ধন্যবাদ তামিম ভাইকে।’

জেসান নামের একজন লিখেছেন, ‘নাটকটা দারুণ হয়েছে, আবেগপ্রবণ গল্প। তামিম এতটা ভালো অভিনয় করেছে, শায়লা সাথীও। এই জুটির আরো নাটক চাই।’

জোবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন, ‘এককথায় নাটকটা অসাধারণ, আমার চোখে পানি চলে আসছে।’ মো. সোহান লিখেছেন, ‘সব ছেলে এক না রে বোন। শেষে তো কান্না করে দিছি, এমন মানুষ যদি সব ঠকে যাওয়া নারীর জীবনে আসত।’ খাদিজা লিখেছেন, ‘বুকের ভেতর চাপা কষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। কিছু বলার যেন ভাষা নেই।’

হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন, ‘কোনো দিন নাটক দেখে চোখে পানি আসেনি। প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার এমন দুটি মেয়ে আছে, কারও জীবনে এমন কষ্ট দিও না আল্লাহ।’ অন্য একজন দর্শক লিখেছেন, ‘আমি একজন মা। আমি সত্যিই নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি একমুহূর্তের জন্য কান্না থামাতে পারিনি। সত্যিই নাটকটার কোনো তুলনা নেই, অসাধারণ হয়েছে।’

একজন সহজ–সরল মেয়ের জীবনচক্র, বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা-সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এই নাটক-এমনটাই মনে করছেন পরিচালক আর্থিক সজীব। অন্য ধাঁচের গল্প হলেও চিত্রনাট্যে গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনা হয়েছে, যেন মানুষ ভাবনায় সহজে ডুব দেয়। সজীব বলেন, ‘এ নাটকটিতে আমি একজন সহজ–সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি। নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে, এটি একটি অফ ট্র্যাকের সিনেম্যাটিক গল্প। এই গল্পে শায়লা সাথী দারুণ অভিনয় করেছেন, “মাটির মেয়ে” মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে!’

নাটকটির প্রযোজক মনোয়ার পাঠান বলেন, ‘ভালো গল্প, ভালো নির্মাণ এবং অভিনয় ভালো হলে দর্শক নাটক দেখে। “মাটির মেয়ে” নাটকের দর্শকপ্রিয়তা এটিই প্রমাণ করে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গ...

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্...

বিজয় দিবসেই বধ্যভূমির কদর; বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

বছরের পর বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার বধ্যভূমিগুলো। স্বাধ...

আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস এর ১৬তম বর্ষপূর্তি উদযাপন

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সম্প্রত...

চট্টগ্রামে বৃদ্ধাকে মারধর, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৯ বছর বয়সী জ...

কক্সবাজারে শরীফ খুন: মূল আসামি আব্দুল করিম গ্রেপ্তার

কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী এলাকায় গত ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর শরীফ...

নকশা বহির্ভূত ভবন নির্মাণ: চট্টগ্রামে রেইনবো ডেভেলপার অফিস সিলগালা

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (স...

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি...

বাঁশখালীতে টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা