বিনোদন

মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাবার আর্তনাদের সেই ভাইরাল ভিডিওটি নাটকের অংশ

নিজস্ব প্রতিবেদক

মেয়ের চিকিৎসা জন্য প্রয়োজন তিন লাখ টাকা। আর এ টাকা জোগাড় করতে রুটি খেয়ে রাস্তায় রাস্তায় পানি বিক্রি করছেন অসহায় এক বাবা। সম্প্রতি বরগুনায় ২২ সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে বুকফাটা আর্তনাদ এবং বাবার আকুতি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। তবে এর পেছনের ঘটনা এবং সত্য জানতে ঢাকা পোস্টের অনুসন্ধানে বেড়িয়ে আসে ভিন্ন এক গল্প।

মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পানি বিক্রির ভাইরাল ওই ভিডিওটি প্রথমে পাথরঘাটার স্থানীয় একটি পেজে আপলোড করা হয়। যা প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যায়, নয়ন রাসেল নামে এক ব্যক্তি কাঁধে কেস ভর্তি পানির বোতল নিয়ে পাথরঘাটা পৌরশহরের আবু সাইদ চত্বরে দাঁড়িয়ে মানুষের কাছে পানি বিক্রি করছেন। এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘পানি পানি পানি, ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি। কেউ একটা পানি নেন ভাই, কেউ একটা পানি নেন। আমার মাইয়ার চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ভাই। কেউ একটা পানি নেন।’

একজন বাবার এমন অসহায়ত্ববোধ দেখে মুহূর্তেই আপলোড হওয়া ভিডিওটি শেয়ার হতে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডিতে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সহযোগিতার হাত বাড়াতে অনেকেই যোগাযোগ শুরু করেন নয়নের সঙ্গে। কিভাবে তাকে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, অনেকে তাও কমেন্টে জানতে চান। এমনকি বিষয়টি নজরে আসায়, খোঁজ নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

ভিডিওটি ঢাকা পোস্টের নজরে এলে অনুসন্ধানে বেড়িয়ে আসে প্রকৃত ঘটনা। পানি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাওয়া নয়ন রাসেল নামের ওই ব্যক্তিটি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। নয়ন ফানি টিভি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি বিভিন্ন বিষয়ে নাটক নির্মাণ করে আপলোড করেন। তার টিমে বর্তমানে আটজন সদস্য রয়েছে। গত পাঁচ দিন আগে বাস্তবতার গল্প মুন্নি নামে একটি ছোট নাটক আপলোড করেন তিনি। যেখানে নয়নকে বাবার চরিত্রে মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রির অভিনয় করতে দেখা যায়। আর ওই নাটকটি নির্মাণের সময় কেউ একজন ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের অংশটুকু মোবাইলে ধারণ করে ফেসবুকের একটি পেজে আপলোড করেন। আর ওই ভিডিওর ক্যাপশনে সহযোগিতা করতে আহ্বান জানানোর ফলে অনেকেই সহযোগিতা পাইয়ে দিতে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার লক্ষে শেয়ার করেন বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে। এতেই আলোচনায় আসে ঘটনাটি। বিব্রত পরিস্থিতিতে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল।

ঘটনাটি ভাইরাল হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে এ নির্দেশনা অনুযায়ী বিষয়টি জানতে গতকাল রাতে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের সঙ্গে দেখা করেন পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম। তিনি ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় জেলা বিএনপির নেতাকর্মীরা আমাকে ভাইরাল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে বলেন। পরে নয়নের সঙ্গে দেখা করলে তিনি বলেন, ভিডিওটি একটি নাটকের অংশ থেকে কেউ একজন ফেসবুকে পোস্ট করেছেন। তবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা লিখে পোস্ট করা হয়েছে, যা মোটেই বাস্তব ঘটনা নয়। মূলত ভিডিওটি একটি নাটকের দৃশ্য মাত্র।

এ বিষয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের। তিনি বলেন, পাথরঘাটার আবু সাইদ চত্বরে আমার অভিনয় করা পানি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিকে কেন্দ্র করে অনেক আলোচনাও চলছে। তবে ভিডিওটি প্রথমে যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে সকলের বাস্তব মনে হয়েছে। অসহায় বাবাকে সাহায্য করুন এমন ক্যাপশন লিখেও পোস্ট করা হয়েছে অনেক পেজে। ওই ভিডিওটি দেখার পর রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীসহ সমাজের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফলে এ বিষয়টি নিয়ে আমি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছি।

তিনি আরো বলেন, আমি সকলকেই জানাতে চাই ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি নাটকের দৃশ্য। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করি। তবে সম্প্রতি সময়ে নাটকের ছোট একটি অংশ ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলের প্রতি অনুরোধ করছি কোনো ভিডিও শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গ...

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্...

বিজয় দিবসেই বধ্যভূমির কদর; বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

বছরের পর বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার বধ্যভূমিগুলো। স্বাধ...

আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস এর ১৬তম বর্ষপূর্তি উদযাপন

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সম্প্রত...

চট্টগ্রামে বৃদ্ধাকে মারধর, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৯ বছর বয়সী জ...

কক্সবাজারে শরীফ খুন: মূল আসামি আব্দুল করিম গ্রেপ্তার

কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী এলাকায় গত ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর শরীফ...

নকশা বহির্ভূত ভবন নির্মাণ: চট্টগ্রামে রেইনবো ডেভেলপার অফিস সিলগালা

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (স...

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি...

বাঁশখালীতে টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা