ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নিয়ম লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রের একটি নির্ধারিত অংশে প্রবেশ করেন, যেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকতে পারেন না। তবে সেই নিয়ম উপেক্ষা করে কেন্দ্রে প্রবেশ করেন আবিদুল। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
কেন্দ্রে প্রবেশের পর আবিদুল সাংবাদিকদের বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্ড দেয়নি। এজন্য আমাকে ছাত্রীদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তাই এখানে এসেছি পরিস্থিতি দেখতে।
তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো উদ্দেশ্য তার ছিল না। বরং তিনি দেখাতে চেয়েছেন, নির্বাচন পরিচালনায় কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা।
তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ নেই। আমি নিজে জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। ওই সময়ের ঘটনা জানি না। খোঁজ নিয়ে দেখছি।
পরবর্তীতে তিনি সরাসরি জগন্নাথ হল কেন্দ্রে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাজী মোস্তাক বলেন, আমি এখানে এসে কাউকে পাইনি। তবে পরিষ্কার করে বলে দিচ্ছি, এখন থেকে কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ভোটগ্রহণ চলাকালে কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবু আবিদুল ইসলাম খানের এই প্রবেশ ঘটনাটি ভোটের সার্বিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন বলেছে, এমন ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য সব কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও আসেনি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আরও সতর্ক অবস্থানে আছেন।
কোন প্যানেলে প্রার্থী কারা |
||||
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
জিএস |
এজিএস |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |
- |
আবিদুল ইসলাম খান |
শেখ তানভীর বারী হামিম |
তানভীর আল হাদী মায়েদ
|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
সাদিক কায়েম |
এসএম ফরহাদ |
মহিউদ্দিন খান |
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ |
প্রতিরোধ পর্ষদ |
শেখ তাসনিম আফরোজ ইমি (স্বতন্ত্র)
|
মেঘমল্লার বসু (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)
|
মো. জাবির আহমেদ জুবেল (বিপ্লবী ছাত্র মৈত্রী)
|
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল |
অপরাজেয় ৭১–অদম্য ২৪ |
মো. নাইম হাসান বিসিএল |
এনামুল হাসান অয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)
|
অদিতি ইসলাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)
|
স্বতন্ত্র |
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য |
উমামা ফাতেমা |
আল সাদী ভূঁইয়া |
জাহিদ আহমেদ |
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ |
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ |
আব্দুল কাদের |
আবু বাকের মজুমদার |
আশরেফা খাতুন |
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ |
ডাকসু ফর চেঞ্জ |
বিন ইয়ামিন মোল্লা |
সাবিনা ইয়াসমিন
|
রাকিবুল ইসলাম |
- |
সমন্বিত শিক্ষার্থী সংসদ |
জালালুদ্দিন মুহাম্মদ খালিদ (স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ)
|
মো. মাহিন সরকার এনসিপি থেকে বহিষ্কৃত (ভোট থেকে সরে দাঁড়িয়েছেন) |
শারমিন এ্যানি (লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি) |
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ |
সচেতন শিক্ষার্থী সংসদ |
ইয়াসিন আরাফাত |
খায়রুল আহসান মারযান সাইফ |
মোহাম্মাদ আলাউদ্দিন |
- |
- |
(সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী) এ বি জুবায়ের (সাবেক মুখ্য সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) |
(সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী) মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ (জুলাই ঐক্য)
|
সদস্য পদে লড়ছেন আশিক খান ও আব্দুর রহমান আল ফাহাদ |
আমারবাঙলা/এফএইচ