ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ও কংশনগর থেকে দেবিদ্বার উপজেলা পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, খুব দ্রুত মেরামত কাজ শুরু হবে। পরে তারা সড়ক থেকে উঠে গেলে বেলা ১১টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল আবার সচল হয়।’

তবে বিক্ষোভের সময় সড়কের যানজট ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করনের জন্য প্রস্তাবিত হয়ে আছে। এছাড়া দীর্ঘদিন ধরে সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। মহাসড়ক সংলগ্ন এলাকাবাসী চায়, দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।

ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মানুষের প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে।

‘তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

দেবপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ভারত বাংলাদেশ যৌথ অর্থায়নে কুমিল্লা সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করার কথা ছিল। পরবর্তীতে গত ৫ অগাস্টের পর ভারত এই প্রকল্প থেকে তাদের সহায়তা উঠিয়ে নেয়, যে কারণে কাজটি স্থগিত হয়ে পড়ে।

কুমিল্লা সিলেট মহাসড়কে জমি অধিগ্রহণের কাজও শুরু করেও বন্ধ করতে হয়েছে। এখন এই প্রকল্পের জন্য নতুন দাতা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লাইনে উন্নীত করনের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাইয়ে ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত : সিজিএস

চলতি বছরের জুলাই মাসে ছড়ানো ভুয়া তথ্যসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তা...

রবিবার থেকে বাজারে আসছে সোনালি ব্যাগ, দাম ৩৫-৭৫ টাকা

অবশেষে বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রবিবার এ ব...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তা...

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি...

‘লোক’ এবার যুক্তরাষ্ট্রে

অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহ...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

সিপিএলে আবার সেই সাকিবকেই দেখা গেল

বল হাতে ফিরলেন পুরোনো সাকিব আল হাসান! না, অনেক উইকেট নেননি। ৪ ওভারে ২৫ রান দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা