ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ও কংশনগর থেকে দেবিদ্বার উপজেলা পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, খুব দ্রুত মেরামত কাজ শুরু হবে। পরে তারা সড়ক থেকে উঠে গেলে বেলা ১১টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল আবার সচল হয়।’

তবে বিক্ষোভের সময় সড়কের যানজট ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করনের জন্য প্রস্তাবিত হয়ে আছে। এছাড়া দীর্ঘদিন ধরে সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। মহাসড়ক সংলগ্ন এলাকাবাসী চায়, দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।

ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মানুষের প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে।

‘তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

দেবপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ভারত বাংলাদেশ যৌথ অর্থায়নে কুমিল্লা সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করার কথা ছিল। পরবর্তীতে গত ৫ অগাস্টের পর ভারত এই প্রকল্প থেকে তাদের সহায়তা উঠিয়ে নেয়, যে কারণে কাজটি স্থগিত হয়ে পড়ে।

কুমিল্লা সিলেট মহাসড়কে জমি অধিগ্রহণের কাজও শুরু করেও বন্ধ করতে হয়েছে। এখন এই প্রকল্পের জন্য নতুন দাতা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়ক ছয় লাইনে উন্নীত করনের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা কলেজে শিক্ষকের উপর চড়াও শিক্ষার্থী

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ বাস্তবায়নের পক্ষে-ব...

চাকসু নির্বাচন: ফলাফল হবে দুই ধাপে, নিরাপত্তা চার স্তরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্ট...

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসস...

জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ...

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কূটনীতিকের

মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম এল-শেখে এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক...

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যা...

বাংলাদেশ-হংকং লড়াই আজ যেভাবে দেখবেন

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ (১৪ অক্টোবর) মাঠে নামছে...

এনসিপি প্রতীক না নিলে নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে ইসি

আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীকের বিকল্প বেছে না নি...

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি রূপনগর আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে...

ভারতের ৩ কফ সিরাপ, ডব্লিউএইচও'র সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ভারতের তৈরি তিনটি কফ সিরাপ সম্পর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা