পৌষ মাস পড়তেই দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ পৌষের শীতে কাঁপছে গোটা দেশ।
ভোরের দিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে
তীব্র শীত ও কুয়াশায় বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।। অনেকেই শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে বা মোটা কাপড় পরে সময় কাটাচ্ছেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দেশের কয়েকটি এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।
আমারবাঙলা/এসএবি