ছবি: সংগৃহীত
খেলা

মুস্তাফিজের সুখবরেও ‘ট্রিট’ নিয়ে সংশয়ে শান্ত

আমার বাঙলা ডেস্ক

আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর মাধ্যমে আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের তালিকায় শীর্ষে উঠে গেলেন মুস্তাফিজ।

এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সই মাশরাফিকে দলে নিয়েছিল। সে সময় ৬ লাখ ডলারে কেনা হয় তাকে, যা বর্তমান বাজারদরে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় আনুমানিক ৭ কোটি ৩৩ লাখ টাকা।

মাশরাফির সেই রেকর্ড ছাড়িয়ে গিয়ে মুস্তাফিজ আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে নতুন মানদণ্ড স্থাপন করলেন। উল্লেখ্য, এর আগে আইপিএলে এই বাঁহাতি ‘কাটার মাস্টার’-এর সর্বোচ্চ মূল্য ছিল ২ কোটি ২০ লাখ রুপি।

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে নাজমুল হোসেন শান্তর ‘অপরাজেয়’ দল হেরে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের সময়ই শান্ত জানতে পারেন মুস্তাফিজের 'আইপিএল সংক্রান্ত' খবরটি।

তিনি বলেন, “খবরটা শুনেছি। কত হয়েছে সেটা জানতাম না। এখন জানার পর সত্যিই খুব ভালো লাগছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আনন্দের খবর, আর আপনাদের উচিত যত ভালোভাবে সম্ভব বিষয়টা মানুষের সামনে তুলে ধরা।”
মুস্তাফিজের কাছে ‘ট্রিট’ পাওয়ার প্রসঙ্গে হাস্যরসের সুরে শান্ত বলেন, “চেষ্টা করব ট্রিট নেওয়ার। তবে দেবে কি না, সেটা নিয়ে একটু সন্দেহ আছে।”

এদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মুস্তাফিজের এই অর্জনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন। তার ভাষায়, “মুস্তাফিজের এমন দামে দল পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ। আমার মতে, এটা ওর প্রাপ্য। দেশের জন্য সে অনেক কিছু অর্জন করেছে।”

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্...

আজ উদ্বোধন হচ্ছে মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

রাজধানীর মিরপুর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। আজ থেকে মিরপুরে...

সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া আটক

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়...

মুস্তাফিজের সুখবরেও ‘ট্রিট’ নিয়ে সংশয়ে শান্ত

আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমা...

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা