গত এক বছরে নানা ঘটনার জেরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ১৫ বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র শেষ ছয় মাসেই তিনটি বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে তারা।রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দুটি গাড়িও ভাঙচুরের শিকার হয়।
এক মাস আগেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। তখন তাঁরা ‘ভাই ভাই’ স্লোগানে প্রতিজ্ঞা করেছিলেন যে আর কোনো মারামারিতে জড়াবেন না। কিন্তু ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষের পুনরাবৃত্তি হলো।
ঘটনার সময় ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুরের পর উত্তেজনা আরও বেড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি শুরু হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব দুপুর সোয়া ১২টার দিকে প্রথম আলোকে জানান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফিরিয়ে নেয়। কলাবাগান এলাকায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা–পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। তখন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁরা আর সংঘর্ষে জড়াবেন না। সেই সময় তাঁরা স্লোগান দেন—“আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই।”
আমারবাঙলা/এসএবি