কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চোরাচালানী অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করে। এর মধ্যে রয়েছে—বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী “বেনাপোল এক্সপ্রেস” ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ভারতীয় এলএসডি ৫ বোতল (৫০ এমএল) এবং ১ কেজি ফরচুন বাসমতি চাল। এসবের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।
এছাড়া ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৯/২-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া নামক স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। নায়েক জীবন কুমার (নম্বর-৬৯৫২৫)-এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি গাঁজা (৫টি গাঁজা গাছ) জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশি পেঁয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
আমারবাঙলা/এসএবি