শুধু আগুনে দগ্ধ হলেই ক্ষতি হয় না, ভয়াবহ আগুন বা দুর্ঘটনা থেকেও মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই—যাঁদের শরীরে আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। সম্প্রতি হার্ভার্ড মেডিক্যাল স্কুল ও স্পল্ডিং রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ গবেষণায় উঠে এসেছে এমন চিত্র।
গবেষণায় দেখা গেছে, যাঁরা আগুনে সরাসরি দগ্ধ হননি, অনেক সময় তাঁদের মধ্যে বিষণ্নতা ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (PTSD) লক্ষণ দেখা গেছে দগ্ধদের চেয়েও বেশি হারে। গবেষক ড. জেফ্রি স্নাইডারের ভাষায়, “শরীরের চেয়ে মনের ক্ষতি অনেক গভীর হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত সবাইকে মানসিক সহায়তা দেওয়া জরুরি।”
গবেষণায় অংশগ্রহণকারীদের অনেকেই আগুনের ঘটনার পর চাকরি হারিয়েছেন, পরিবারে দূরত্ব তৈরি হয়েছে, জীবনের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছেন। এতে বোঝা যায়, শুধু শারীরিক চিকিৎসা নয়—মানসিক যত্ন ও পুনর্বাসনও সমান গুরুত্বপূর্ণ।
এই গবেষণায় হার্ভার্ড ছাড়াও যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের কয়েকটি খ্যাতনামা হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। গবেষকেরা বলছেন, ভবিষ্যতে দুর্ঘটনাকবলিতদের মানসিক পুনর্বাসনকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
সূত্র : হার্ভাড মেডিক্যাল স্কুল
আমারবাঙলা/এফএইচ