আসন্ন আইপিএল নিলামের জন্য ঘোষিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেও শেষমেশ বাদ পড়তে হয়েছে তাকে। তবে সাকিব জায়গা না পেলেও তালিকায় জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের আরও ৭ ক্রিকেটার।
এই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ছেন ‘কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ছন্দে থাকা বাঁহাতি এই পেসারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের— ২ কোটি রুপির— ক্যাটাগরিতে। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তার বর্তমান ফর্ম নিলামে তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
মুস্তাফিজকে ছাড়া আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের শ্রেণিতে— তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। জাতীয় দলে এখনও অভিষেক না পাওয়া এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধার্য করা হয়েছে ৩০ লাখ রুপি।