ছবি: সংগৃহীত
খেলা

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে দ্বিতীয় টি–২০ ম্যাচে দারুণ ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও শনিবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সিরিজ এখন ১-১।

টস জিতে প্রথম ম্যাচের মতোই ঝড়ো সূচনা করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ৫৭ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় দলটি। ১১তম ওভারেই স্কোরবোর্ডে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে তারা। তবে মিডল ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ান। তবুও ৬ উইকেটে সংগ্রহ পায় ১৮০-এর কাছাকাছি, প্রথম ম্যাচের ১৮১ রানের ধারাবাহিকতারই পুনরাবৃত্তি।

জবাবে বাংলাদেশের শুরুটা আশাব্যঞ্জক হলেও রানআউটে তানজিদ তামিম (১০ বলে ৭) ফিরে গেলে চাপ বাড়ে। এরপর পারভেজ ইমন ও লিটন দাস দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ইমন ২৮ বলে ৪৩ রান করেন, পাঁচটি চার ও দুটি ছক্কার মার রয়েছে তার ইনিংসে। তিনে নেমে লিটন দাস খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের দারুণ ইনিংস; তার ব্যাটে ভেসে আসে তিনটি চার ও তিনটি ছক্কা।

লিটনের সঙ্গে ৫২ রানের কার্যকর জুটি গড়েন সাইফ হাসান, যিনি ১৭ বলে ২২ রান যোগ করেন। তবে লিটন আউট হওয়ার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬) ও নুরুল হাসান (৭ বলে ৫) দলকে এগিয়ে নিতে পারেননি। শেষ সময়ে সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও একটি ছক্কায় ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে ওপেনার স্টার্লিং ১৪ বলে ২৯, টেক্টর ২৫ বলে ৩৮ রান করেন। প্রথম ম্যাচের নায়ক হ্যারি টেক্টর এদিন ১১ রানেই থেমে যান। ইনিংসের অন্যতম সেরা ভূমিকা ছিল লরকান টাকারের, যিনি ৩২ বলে ৪১ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী। দলে ফিরে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাইফউদ্দিন ও মুস্তাফিজ কিছুটা খরুচে ছিলেন। আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলানি ও মার্ক এডায়ার ৪ ওভার করে দুটি করে উইকেট নিলেও জয়ের পথে বাধা হতে পারেনি তাদের বোলিং।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য...

১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার রাতের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউন...

আজ আমাদের দুই জীবন এক হলো: রাফসান সাবাব

প্রেমের গুঞ্জনকে সত্য করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী জ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্...

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা