ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উচ্ছৃঙ্খল জনতার রাজনীতি সব জায়গায় চলে না। তিনি দাবি করেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই।এবং নির্বাচনে অংশ নিয়ে কোনো ধরনের অপরাধমূলক কাজও করেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনার প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপার নিয়ে আপত্তি তোলেন। তার অভিযোগ, ব্যালটে কিছু অসঙ্গতি রয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ বিষয়ে দ্রুত সংশোধনী আনতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি জানান, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়নি। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার মধ্য দিয়েই নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে।
ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মঙ্গলবারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের নিয়ে দুর্বলরা সমালোচনা করবেই—এটি স্বাভাবিক ঘটনা। এসব মন্তব্যকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলেও জানান। তবে কেউ যদি এলাকায় ইচ্ছাকৃতভাবে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাহলে তার দায় তাকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তিনি।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস। তার ভাষায়, কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিতে চাইছেন, যাতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে।
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন তারা কোনো ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো উসকানিতে জড়াবেন না।
এ সময় নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এসএবি