ছবি: দুদকের সৌজন্যে
অপরাধ

শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়ম: চবিতে হানা দুদকের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাম্প্রতিক সময়ে ১৫৩ জন নিয়োগকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি তদন্তে মাঠে নামে সংস্থাটি।
বুধবার (১৪ জানুয়ারি) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তথ্য সংগ্রহ করে। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত চবির ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এই নিয়োগের পরপরই স্বজনপ্রীতি ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজের একাংশ, শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো- নিয়োগপ্রাপ্তদের মধ্যে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের কন্যা মাহিরা খান প্রভাষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ তথ্য প্রকাশ্যে আসার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), প্রাণিবিদ্যা, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম)সহ মোট ৯টি বিভাগে ৪৪ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০০ জন কর্মচারী এবং ৯ জন কর্মকর্তার নিয়োগের সুপারিশও ওই সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়। কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদ রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, নিয়োগের প্রতিটি ধাপে সরকারি বিধি-বিধান ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা মানা হয়েছে কি না, কোনো ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা স্বজনপ্রীতি হয়েছে কি না, এসব বিষয় গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

জমিসহ মমতাজের তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবে...

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতি...

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্...

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়ম: চবিতে হানা দুদকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা