কক্সবাজারের মহেশখালীতে নিজ ঘর থেকে মা ও চার বছরের শিশুপুত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার ইসমত আরা (২৬) ও তার শিশু সন্তান আবরার (৪)। মা ও ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে ইসমত আরার ঘরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসমত আরার মাথায় গভীর ক্ষত এবং চারপাশে ছোপ ছোপ রক্ত। মরদেহের পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা ইট। তবে ছোট শিশু আবরারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার নিথর দেহ মায়ের পাশেই পড়ে ছিল।
নিহত নারীর বাবার দাবি, ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করেছেন এবং একবার নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে নিজের মাথায় আঘাত করে নারীটি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে চার বছরের শিশুটির মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।"
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ইসমত আরা তালাকপ্রাপ্ত ছিলেন এবং বাবার বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘরে ছেলেকে নিয়ে থাকতেন। তিনি বলেন, "এটি আত্মহত্যা না কি সুপরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ সঠিক তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।"
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসির ভাষ্যমতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তেই পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
আমারবাঙলা/এনইউআ