চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
আজ রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন—মোহাম্মদ কামাল (পিতা: আব্দুল মান্নান), মোহাম্মদ সজিব (পিতা: কালাম) ও মোহাম্মদ হাসনাইন (পিতা: মোহাম্মদ ইউসুফ)। মোহাম্মদ কামালের বাড়ি চট্টগ্রামের বদ্দারহাট, চানগাঁও এলাকায়। অন্য দুই শ্রমিকের ঠিকানা বিস্তারিত জানা যায়নি।
হাসপাতালে আহতদের নিয়ে আসা ব্যক্তির মৌখিক বক্তব্য অনুযায়ী, হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮–১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদা দাবি করতে আসে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
আমারবাঙলা/এনইউআ