রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে রাঙামাটি-বরকল সুবলং নৌ-চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় নারী ও শিশুসহ নৌকায় থাকা প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী প্রাণে রক্ষা পান।
স্থানীয় সূত্র জানায়, সুবলং বাজার এলাকা থেকে ফেরার পথে একটি কাঠের বোট শীলছড়িমুখ এলাকায় এসে হঠাৎ কাপ্তাই হ্রদে ডুবে যায়। দুর্ঘটনার সময় আশপাশে থাকা নৌকার যাত্রীরা দ্রুত এগিয়ে এসে সবাইকে উদ্ধার করেন। নৌকাটিতে থাকা অধিকাংশ যাত্রী ছাদের ওপর অবস্থান করছিলেন এবং কারও গায়ে লাইফ জ্যাকেট ছিল না।
চট্টগ্রাম পতেঙ্গার এনপি গ্যাস কোম্পানির সিবিএ সভাপতি মনির হোসেন জানান, কোম্পানির কয়েকজন সদস্য পরিবারসহ রাঙামাটি ভ্রমণে এসেছিলেন। এরই অংশ হিসেবে তারা কাপ্তাই হ্রদে নৌভ্রমণে যান। তবে ব্যবহৃত নৌকাটি আকারে ছোট ছিল এবং যাত্রীরা সবাই ছাদে বসেছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বড় নৌকার সৃষ্ট ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।
রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, নৌকাটির ধারণক্ষমতার তুলনায় যাত্রী বেশি ছিল। সবাই ছাদে অবস্থান করছিলেন এবং লাইফ জ্যাকেট পর্যাপ্ত ছিল না। যদিও কিছু লাইফ জ্যাকেট ছিল, যাত্রীরা তা পরিধান করেননি। তিনি আরও জানান, একাধিক ঘাট থেকে পর্যটক ওঠানামা করায় এবং জনবল সংকটের কারণে তদারকি কঠিন হয়ে পড়ছে। বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঘাটের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হবে।