চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে কামাল হোসেন (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ইকোপার্কসংলগ্ন নইব্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার চাম্বল ইউনিয়নের মহল্লা পাড়ার মরহুম আসহাব উদ্দীনের ছেলে। বন বিভাগ সূত্র জানায়, সকালে পাহাড় থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে কুয়াশার কারণে বন্যহাতির উপস্থিতি বুঝতে পারেননি কামাল হোসেন। হঠাৎ সামনে পড়ে গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান, বাঁশখালী ইকোপার্কের অভয়ারণ্য এলাকায় সম্প্রতি বন্যহাতির আনাগোনা বেড়েছে এবং কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। নিহত কাঠুরিয়ার পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করা হবে বলে তিনি জানান।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।