চট্টগ্রাম কাস্টমসের কয়েকজন কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ ছয় বছরের তদন্ত শেষে মোট ১৯ জনের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভুয়া জাহাজি দলিল তৈরি করেন। পাশাপাশি উচ্চ শুল্কযুক্ত পণ্যের পরিবর্তে কম শুল্কযুক্ত পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি দেখানো হয়। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়।
দুদক সূত্র জানায়, এসব অনিয়মের ঘটনায় ২০১৯ সালে মোট ১৫টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও প্রমাণ যাচাই শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত নেয় কমিশন।
দুদক কর্মকর্তারা জানান, সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ