রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বাদ জোহর অনুষ্ঠিতব্য এই জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকাজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, জানাজা আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে অংশ নেবেন দলীয় নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ।
নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা, জিয়া উদ্যান এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীরা সমন্বিতভাবে মাঠে কাজ করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই জানাজাকে ঘিরে রাজধানীতে বিরাজ করছে শোক ও শ্রদ্ধার আবহ, আর নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
আমারবাঙলা/এসএবি