বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সম্মান জানানো হচ্ছে। এই ধারাবাহিকতায় জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান। তিনি জানান, আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবেই পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সকালে ঢাকায় আগমন করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে, মঙ্গলবার(৩০ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে রাজধানীতে বিরাজ করছে শোক ও রাষ্ট্রীয় মর্যাদার এক বিশেষ আবহ।
আমারবাঙলা/এসএবি