জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়ন শেষে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টায় মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শুরু হয়েছে। সেখানে রোগীর বর্তমান অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তের পর সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় যে, ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুরে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা রাখা হয়েছে।
তবে চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশে নেওয়ার ঝুঁকি বিবেচনায় বিষয়টি পুনরায় মেডিকেল বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করছে।
ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
আমারবাঙলা/এসএবি