ছবি: সংগৃহীত
রাজনীতি

ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

আমার বাঙলা ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়ন শেষে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টায় মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শুরু হয়েছে। সেখানে রোগীর বর্তমান অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের পর সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় যে, ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গুরুতর।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুরে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ব্যবস্থা রাখা হয়েছে।

তবে চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশে নেওয়ার ঝুঁকি বিবেচনায় বিষয়টি পুনরায় মেডিকেল বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করছে।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

বান্দরবানে বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবা...

কক্সবাজার-১ আসনে প্রকাশ্যে ঝুলছে পোস্টার–ব্যানার, নীরব প্রশাসন

নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেয়—৪৮ ঘণ্টার...

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যা...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দৌলতপুরে গ্রেফতার ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছর বয়সি এক মা...

"ফতুল্লা ডক্টরস সোসাইটির সেমিনার ও নতুন কমিটি ঘোষণা"

নারায়ণগঞ্জ চাষাড়ার মিস্টার বুফেতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বৈজ্ঞানিক সেম...

মেসিকে ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, কলকাতার পুনরাবৃত্তি চায় না প্রশাসন

কলকাতায় ভক্তদের ভিড় ও বিশৃঙ্খলার অভিজ্ঞতার পর লিওনেল মেসির দিল্লি সফর নিয়ে আর...

ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা