সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে চরম সংকটাপন্ন পর্যায়ে রয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে হাসপাতালে গিয়ে হাদির চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য এবং চিকিৎসকদের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও অবগত করেন।
আলোচনাকালে ড. ভিভিয়ান জানান, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের ঘাটতি রাখছেন না।
এই অবস্থায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
আমারবাঙলা/এসএবি