ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, কলকাতার পুনরাবৃত্তি চায় না প্রশাসন

আমার বাঙলা ডেস্ক

কলকাতায় ভক্তদের ভিড় ও বিশৃঙ্খলার অভিজ্ঞতার পর লিওনেল মেসির দিল্লি সফর নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। তাই রাজধানীতে তাঁর উপস্থিতিকে ঘিরে আগেভাগেই জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা।

সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকার। তাঁকে স্বাগত জানাতে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে সকাল ১১টা থেকে দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। এ সময় স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল।

‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে নামবেন মেসি। এরপর একটি হোটেলে সংক্ষিপ্ত সময় ভক্ত ও অতিথিদের সঙ্গে দেখা করবেন তিনি। সেখান থেকে সরাসরি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রায় ২০ মিনিটের এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হচ্ছে।

এরপর মেসি যাবেন একজন সাংসদের বাসায়। সেখানে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো। একই দিনে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

বিকেলের কর্মসূচিতে মেসির মূল গন্তব্য অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে পৌঁছে তাঁকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেবেন ভারতের কয়েকজন পরিচিত মুখ।

এরপর নির্ধারিত সময়ে শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি। এই পর্ব শেষে মাঠের মধ্যেই দুই ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে বিশেষ উপহার গ্রহণ করবেন তিনি। জবাবে আর্জেন্টাইন তারকা তাঁদের হাতে তুলে দেবেন নিজের সই করা দুটি জার্সি।

রাজধানীতে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতির সম্ভাবনা থাকায় স্টেডিয়াম ঘিরে একাধিক নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতিপত্র ছাড়া কেউ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সব মিলিয়ে, দিল্লিতে মেসির সফর যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়—সেটাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। কলকাতার অভিজ্ঞতা মাথায় রেখে এবার কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ রাখতে চায় না কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

বান্দরবানে বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবা...

কক্সবাজার-১ আসনে প্রকাশ্যে ঝুলছে পোস্টার–ব্যানার, নীরব প্রশাসন

নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেয়—৪৮ ঘণ্টার...

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যা...

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার...

মানবিক সমাজ গঠনে প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: মেয়র ডা. শাহাদাত

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত ক...

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দ...

পাহাড় খেকোদের হাত থেকে চট্টগ্রামকে বাঁচাতে হবে: মেয়র ডা. শাহাদাত

ভূমিকম্প ও ভূমিধসের ক্ষয়ক্ষতি থেকে চট্টগ্রামকে সুরক্ষিত রাখতে পাহাড় রক্ষা এখ...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা