৪৮ ঘন্টা পার হলেও এভাবে ঝুলছে প্রার্থীদের ব্যানার। ছবি: প্রতিনিধি
রাজনীতি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন:

কক্সবাজার-১ আসনে প্রকাশ্যে ঝুলছে পোস্টার–ব্যানার, নীরব প্রশাসন

পেকুয়া প্রতিনিধি

নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেয়—৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও প্রচারণামূলক সামগ্রী অপসারণ করতে হবে। কিন্তু কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে সেই নির্দেশনা বাস্তবায়নের কোনো চিত্র দেখা যাচ্ছে না।

নির্ধারিত সময় পার হয়ে গেলেও চকরিয়ার বিভিন্ন এলাকায় এখনো প্রকাশ্যে ঝুলছে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার ও ব্যানার। বহদ্দারকাটা, পূর্ব বড় ভেওলা, কেনাখালীসহ একাধিক এলাকায় সড়কের ওপর, অলিগলি, দেয়াল এবং বৈদ্যুতিক খুঁটিতে এসব প্রচারণা সামগ্রী দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, এসব দৃশ্য নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং অনেক জায়গায় আগের মতোই ব্যানার ও পোস্টার ঝুলে থাকতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে চকরিয়ার নির্বাচন কর্মকর্তা মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে হবে।” তবে ইউএনওকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নির্বাচন তফসিল ঘোষণার পরও প্রকাশ্যে প্রচারণা চলতে থাকা এবং প্রশাসনের নীরব ভূমিকা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে আইন লঙ্ঘন হলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের মাঝে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সচেতন নাগরিক বলেন, “নির্বাচনী আচরণবিধি কার্যকর না হলে সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এদিকে মারুফ নামের এক ব্যক্তি দাবি করেন, প্রশাসন যদি দ্রুত মাইকিং বা লিখিত নির্দেশনার মাধ্যমে কঠোর অবস্থান নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ব্যানার অপসারণ সম্ভব। তাঁর মতে, প্রশাসনের সক্রিয় ও দৃঢ় ভূমিকা ছাড়া সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা কঠিন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা