সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স: ইমপ্রুভিং লাইভস অব ক্রাইসিস অ্যাফেক্টেড পিপল” শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি হ্রাসে পূর্বাভাসভিত্তিক প্রাথমিক পদক্ষেপ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিডা (SIDA), আইআরসি (IRC) ও সিসিএইচআর (CCHR) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন, রাঙ্গাবালী-এর ছোটবাইশদিয়া টিমের সদস্যসহ স্থানীয় ২৫ জন তরুণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইদ টিপু। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিএইচআর (CCHR) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্না মৌলিক, মোহাম্মদ আকবর হোসেন ও রাধা রানী সাহা।
প্রশিক্ষণে খাদ্য নিরাপত্তাহীনতার সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ, পূর্বাভাস অনুযায়ী প্রাথমিক করণীয় নির্ধারণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা লাভ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন, রাঙ্গাবালীর সদস্যরা জানান, এই কর্মশালার মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পেরেছেন, যা তারা নিজেদের পরিবার, সহপাঠী এবং সংগঠনের অন্যান্য সদস্যদের মাঝে ছড়িয়ে দেবেন। পাশাপাশি তারা প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো স্থানীয় প্রকল্পের ক্লায়েন্টদের সাথেও শেয়ার করবেন বলে জানান।
আয়োজকরা বলেন, তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিষয়ে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষের মধ্যেই সচেতনতা আরও বাড়বে।
আমারবাঙলা/এসএ