চট্টগ্রাম মহানগরীর খাতুনগঞ্জ এলাকায় পেঁয়াজের বাজারে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ টিম এ অভিযানে অংশ নেয়।
তদারকিকালে দেখা যায়, আমদানিকৃত পেঁয়াজ ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল সততা বানিজ্যালয় ও গ্রামীণ বানিজ্যালয়। এ কারণে সততা বানিজ্যালয়কে ৫০ হাজার টাকা এবং গ্রামীণ বানিজ্যালয়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজারের অন্যান্য পাইকারি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সচেতন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আমারবাঙলা/এনইউআ