কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিষাক্ত সাপ রাসেলস ভাইপার–এর কামড়ে আহত হওয়ার পর সেই সাপটিকেই সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছেন কৃষক কুদ্দুস আলী শেখ (৬৫)।
সোমবার দুপুরে চিলমারী চরে ফসলের ক্ষেতে যাওয়ার সময় কলাবাগানের পাশে হঠাৎই চোখের পলকে ছোবল মারে বিষধর সাপটি। কামড় খাওয়ার পর কুদ্দুস আলী একটি লাঠি দিয়ে সাপটিকে আঘাত করেন এবং ছেলেদের মোবাইলে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত মাঠে যান তার ছেলেরা। পরে আহত কুদ্দুস আলী ও সাপটিকে একটি কৌটায় ভরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সাপটি দেখে দ্রুত রোগীকে অ্যান্টিভেনম প্রদান করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে কামড়ের জায়গায় এখনও ফোলা ও ব্যথা রয়েছে।
আমারবাঙলা/এসএ