বিনোদন

স্তন ক্যানসারে আক্রান্ত আলোচিত বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি চতুর্থ পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। গত রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

হিন্দি ও ইংরেজি স্বাধীন চলচ্চিত্রের পরিচিত মুখ তন্নিষ্ঠা জানান, আট মাস আগে তাঁর শরীরে ধরা পড়ে অলিগোমেটাস্ট্যাটিক স্তন ক্যানসার। পোস্টে তিনি শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। এক ছবিতে দেখা যায়, মাথা মোড়ানো তন্নিষ্ঠা সোফায় বসে আত্মবিশ্বাসী হাসি দিচ্ছেন। আরেক ছবিতে সহশিল্পী বন্ধুদের সঙ্গে—দিয়া দত্ত, লারা দত্ত, শাবানা আজমি, বিদ্যা বালানদের সঙ্গে সময় কাটাচ্ছেন আনন্দে।

পোস্টে লিখেছেন, ‘শেষ আট মাস ভীষণ কঠিন গেছে—এভাবে বললেও আসলে কম বলা হয়। বাবাকে ক্যানসারে হারানোই যথেষ্ট দুঃখ ছিল, তার ওপর আমাকে জানানো হলো-আমার শরীরেও চতুর্থ পর্যায়ের ক্যানসার।’

তবে তাঁর ভাষায়, এ পোস্ট কষ্টের নয়, বরং ভালোবাসা ও শক্তির গল্প। ‘৭০ বছর বয়সী মা আর ৯ বছরের মেয়ে—দুজনেই পুরোপুরি আমার ওপর নির্ভরশীল। মনে হচ্ছিল এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কিন্তু সবচেয়ে অন্ধকার সময়ে আমি আবিষ্কার করেছি এক অন্য রকম ভালোবাসা, যা সব সময় পাশে থাকে, স্থান তৈরি করে দেয়, আর কখনো একা হতে দেয় না,’ লিখেছেন তিনি।

এই লড়াইয়ে বন্ধুবান্ধব আর পরিবারের অকুণ্ঠ সমর্থন তাঁকে টিকে থাকার শক্তি দিয়েছে বলে জানান তন্নিষ্ঠা। ‘এই বন্ধুরা, এই পরিবারই আমাকে কঠিন দিনগুলোতেও হাসিয়েছে। আজ যখন দুনিয়া ছুটছে এআই আর রোবটের দিকে, তখন আসল মানুষের সহমর্মিতাই আমাকে বাঁচিয়ে রাখছে। তাদের সহানুভূতি, তাদের উপস্থিতি, তাদের মানবিকতাই জীবন ফিরিয়ে দিচ্ছে।’

শেষে তিনি লিখেছেন, ‘বন্ধুত্বকে সেলাম, যারা আমার পাশে দাঁড়িয়েছে অকুণ্ঠ ভালোবাসা, গভীর সহমর্মিতা আর অদম্য শক্তি নিয়ে। তোমরা জানো তোমরাই সেই মানুষ—আমি অন্তহীন কৃতজ্ঞ।’

তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সহশিল্পীরাও। কঙ্কনা সেনশর্মা লিখেছেন, ‘তুমি অবিশ্বাস্য আর অনুপ্রেরণাদায়ী! ভালোবাসি।’ দিয়া মির্জা লিখেছেন, ‘আমরা তোমায় ভালোবাসি তান। তুমি আমাদের ওয়ারিয়ার প্রিন্সেস।’ অভয় দেওল লিখেছেন, ‘ভালোবাসা রইল তান।’ সান্ধ্যা মৃদুল লিখেছেন, ‘ওহ টাইগার তান! আমরা আছি তোমার পাশে। সব সময় শুধু ভালোবাসা।’

তন্নিষ্ঠা আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ব্রিটিশ ছবি ‘ব্রিক লেন’-এ অভিনয়ের মাধ্যমে। মনিকা আলীর বহুল বিক্রীত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয়ের জন্য তিনি ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। জার্মান অস্কারজয়ী পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গারের ‘শাডোজ অব টাইম’-এ তিনি অভিনয় করেছেন প্রশান্ত নারায়ণন, ইরফান খান ও তিলোত্তমা সোমের সঙ্গে।

তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে লীনা যাদব পরিচালিত ‘পার্চড’, যা প্রথম প্রদর্শিত হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে। অস্ট্রেলীয় রোমান্টিক কমেডি ‘আনইন্ডিয়ান’-এও তিনি অভিনয় করেছেন সাবেক ক্রিকেটার ব্রেট লির সঙ্গে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সকাল থেকেই জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে...

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিন প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে...

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ...

নুরুল হকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন...

নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্...

নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী...

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩২ বস্তা টাকা

আবারও খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স। এবার মসজিদটির দানবাক্সে পাওয়া গেছে ৩...

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়ে...

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭

স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা