মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে আলো ক্রমেই কমছিল, কিন্তু মুশফিকুর রহিমকে ঘিরে উত্তেজনা শুধু বাড়ছিল। কারণ নিজের শততম টেস্ট ম্যাচে তিনি দাঁড়িয়ে ছিলেন আরেক ইতিহাসের দুয়ারে—শত রানের মাত্র এক ধাপ দূরে। রাতের অন্ধকারে অপেক্ষা বাড়লেও বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৯৯ রানে দিন শুরু করে অবশেষে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত মাইলফলকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বুধবার (১৯ নভেম্বর) অপরাজিত ৯৯ রান নিয়ে দিন শেষ করেন মুশফিক। দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৯২। আর আজ সকালে লিটন দাসকে সঙ্গে নিয়ে নামতেই সেশনের দ্বিতীয় ওভারে পেলেন সেই ঐতিহাসিক সেঞ্চুরি।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জনের পর এবার মুশফিক যোগ করলেন আরও একটি উল্লেখযোগ্য অর্জন—শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নাম লিখালেন তিনি। জাভেদ মিয়াদাঁদ, রিকি পন্টিং, জো রুট কিংবা ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন বাংলাদেশের “মিস্টার ডিপেন্ডেবল।”
নব্বইয়ের ঘরে ‘নার্ভাস নাইটি’ যেন কিছুটা পেয়ে বসেছিল তাকে। দিনের শুরুটা হয় মেডেন ওভারে। তবে বেশি অপেক্ষা করাননি নিতি। সেশনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পূর্ণ করলেন স্বপ্নের সেঞ্চুরি।
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের। কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নারের।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার এবার শততম টেস্টকে রাঙালেন সেঞ্চুরির উজ্জ্বলতায়—এ যেন ইতিহাসের ওপর আরও এক ইতিহাস লেখা।
আমারবাঙলা/এফএইচ