বিনোদন

সিডনিতে ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

সিডনিতে বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’র এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিডনির মিন্টো শহরতলির ‘জমিদার বাড়ি’ রেস্তোরাঁয় এ আয়োজন করে চলচ্চিত্র পরিবেশক সংস্থা ‘বঙ্গজ ফিল্মস’। ‘বিগেস্ট মর্নিং টি’ শীর্ষক এ অনুষ্ঠান থেকে প্রাপ্ত সব অর্থ অস্ট্রেলিয়ার ক্যানসার কাউন্সিলের তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অন্যতম পরিচালক মসিউদ্দিন শাকের। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবি প্রদর্শনের পর তিনি দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন। আয়োজক তানিম মান্নান জানান, বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং একটি মহৎ উদ্দেশ্যকে এক করতেই এ আয়োজন।

আয়োজনটির প্রশংসা করে পরিচালক মসিউদ্দিন শাকের বলেন, ‘কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো বড় অডিটরিয়াম ভাড়া করা সম্ভব হয়নি, কিন্তু আয়োজকদের মানসিকতা এবং এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য। আর “সূর্য দীঘল বাড়ি” ছবিতে নারীর যে সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, তা আজও প্রাসঙ্গিক। কারণ, আমাদের সমাজ এখনো নানা দূষণ থেকে মুক্ত হতে পারেনি।’

পরিচালকের সহধর্মিণী ও সমাজকর্মী জেবুন নেসা বলেন, ‘আমরা তো বাংলাদেশে কাজ করি হেলদি লাইফস্টাইল (সুস্থ জীবনধারা) নিয়ে। আমাদের একটি সংগঠন আছে নাম “হীল—সুস্থ সবল কর্মময় জীবন”। তো এখানে যখন দেখলাম ক্যানসার কাউন্সিলের জন্য এই আয়োজন করা হয়েছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। একই সঙ্গে একটি অসাধারণ ছবি দেখা এবং ক্যানসার কাউন্সিলের মতো একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে জড়িত হওয়া খুবই আনন্দের।’

অনুষ্ঠানে উপস্থিত দর্শক সিডনির সংগীতশিল্পী মামুন হাসান খান তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘পরিচালকের উপস্থিতিতে ছবিটি দেখতে পারাটা এক অসাধারণ অভিজ্ঞতা। এমন একটি মহৎ উদ্দেশ্যে আয়োজনটি হওয়ায় আমাদের আনন্দ আরও বেড়েছে। তবে ছবি দেখার স্থানটি আরও ভালো জায়গায় হলে ভালো হতো।’

আবু ইসহাকের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সূর্য দীঘল বাড়ি’ বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী যৌথভাবে ছবিটি পরিচালনা করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোতে সয়লাব মনোহরদী বাজারসহ আশেপাশের হাটবাজার

ময়মনসিংহের ভবেরচর কাচারী বাজার ও চাঁপাইনবাবগঞ্জের রহমপুর থেকে প্রায় প্রতিদি...

নির্বাচনী জনসভা: মৌলভীবাজারে তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার মৌলভীবাজারে আসছেন। এদিন তিনি...

কুষ্টিয়ায় শেষ দিনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে পাঁচজন প্রার্থী তাঁদের...

কুষ্টিয়ায় আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল ও বাড়িঘর...

মৌলভীবাজারের ৫৫৪ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যাম...

মাদকসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার টাকাসহ ১৩৯ জন আসামী আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বছরে চোরাচালানি মাদকসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০...

চিত্রনায়ক জাভেদ মারা গেছেন

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসার...

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর রহমান খান

চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে &lsq...

অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। (ইন্নালি...

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা