নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

সরিষায় রঙিন ৩০ বিঘা, হাসি ফিরেছে কৃষকের মুখে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী খাদ্যশস্য ভান্ডারখ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে পতিত জমিতে এখন রঙিন স্বপ্ন দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৩ থেকে ৩০ বিঘা জমি জুড়ে সরিষা ফুলের গন্ধে বাতাস মাতোয়ারা। দিগন্তজোড়া হলুদের বিস্তারে বদলে গেছে মাঠের চিত্র। ফসলি জমির চারপাশ ভরে উঠেছে সরিষা ফুলের ঘ্রাণ ও সৌরভে। গাঢ় হলুদ বর্ণের ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু সংগ্রহ করছে।

চাষিরা জানান, প্রতি বিঘায় ৫ মণ পর্যন্ত সরিষা ঘরে তুলতে পারবেন বলে তারা আশাবাদী।

সরেজমিনে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামে দেশি আমন ধান কাটার পর জমিগুলো দীর্ঘদিন পতিত পড়ে থাকত। সেখানে এবার তৈল ফসল সরিষা চাষ করে ভালো ফলনের মাধ্যমে অধিক লাভের স্বপ্ন দেখছেন একাধিক কৃষক। ২০২৫ সালে প্রথম দফায় ৭-৮ জন কৃষক মাত্র ৩ বিঘা জমিতে সরিষা চাষ শুরু করেন। ভালো ফলন পাওয়ায় চলতি মৌসুমে ৩৫ জন কৃষক ৩০ বিঘা জমিতে সরিষা চাষ করে সাড়া ফেলেছেন। মাঠজুড়ে হলুদের সমারোহে কৃষকদের মুখে ফুটেছে হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১০০ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, ১৮, ২০ এবং বিনা সরিষা-৯ ও ১১ জাতের চাষাবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১০ হেক্টর জমিতে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বলইবুনিয়া, পঞ্চকরণ, নিশানাবড়িয়া, দৈবজ্ঞহাটী, তেলিগাতি, বনগ্রাম, হোগলাপাশা ও হোগলাবুনিয়া ইউনিয়নে সরিষার আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উত্তর কুমারিয়াজোলা গ্রামের কৃষক অনিক তরফদার ৩ বিঘা, কৃষাণী শ্যামলী রানী হালদার ১ বিঘা, প্রদেশ মাঝি ৪ বিঘা, পাবেল রায় ২ বিঘা, বিভূতি ভূষণ ১ বিঘা, বাদল তরফদার ১ বিঘা, প্রসান্ত বাড়ই ১ বিঘা ও নিত্যানন্দ ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তারা জানান, প্রতি বিঘায় শ্রমিক মজুরি, সার, কীটনাশক ও সেচ বাবদ ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়েছে।

চাষিরা আশা করছেন, প্রতি বিঘায় গড়ে ৫ মণ সরিষা পাওয়া যাবে। যার বর্তমান বাজার মূল্য প্রতি মণ প্রায় ১৫ হাজার টাকা। মাঠজুড়ে হলুদের অপরূপ দৃশ্য দেখতে আশপাশের গ্রামের মানুষ সকাল ও বিকেলে ভিড় জমাচ্ছেন। ভালো ফলনের কারণে আগামী মৌসুমে আরও বেশি কৃষক সরিষা চাষে আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চকরণ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর সোমাদ্দার বলেন, “খারইখালী ব্লকের উত্তর কুমারিয়াজোলা গ্রামে গত বছর মাত্র ৩ বিঘা জমিতে সরিষা চাষ হয়েছিল। কিছুটা ভালো ফলন পাওয়ায় এবার কৃষি অধিদপ্তরের পরামর্শে ২০ জন কৃষককে প্রণোদনার আওতায় এনে বিনা সরিষা-১১, বারি সরিষা-১৪ ও ১৮ জাতের চাষ ৩০ বিঘা জমিতে করা হয়েছে। বর্তমানে মাঠজুড়ে শুধু হলুদ আর হলুদ। পতিত জমিতে সরিষা চাষ করে কৃষকরা ভালো লাভবান হওয়ায় আগামী রবি মৌসুমে তৈল ফসলের আবাদ আরও বাড়বে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “এ উপজেলায় ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও সঠিক সময়ে পরামর্শ দেওয়ার ফলে তারা ভালো ফলন পাচ্ছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে নিবিড় তদারকির কারণেই এ সফলতা এসেছে। আশা করছি ভবিষ্যতে তৈল ফসলের আবাদ আরও বৃদ্ধি পাবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় সোমবার কুষ্টিয়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী...

জামায়াতের তুলনায় বিএনপিতে পাকিস্তানপন্থী রাজাকার বেশি : ডা. সুলতান আহমদ

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান...

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্...

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবনী চমক: লক্ষ্য এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চ

উন্নত প্রযুক্তির রোবট উদ্ভাবন করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহি...

দাগনভূঞায় যৌথ সেনা অভিযানে নির্বাচনের সহিংসতার পরিকল্পনাকারী গ্রেফতার

ফেনীর দাগনভূঞা উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি...

সরিষায় রঙিন ৩০ বিঘা, হাসি ফিরেছে কৃষকের মুখে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী খাদ্যশস্য ভান্ডারখ্যা...

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা...

আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ার...

নির্বাচনি প্রচারণায় সোমবার কুষ্টিয়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী...

চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে চট্টগ্রামে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা