ছবি: আমার বাঙলা
goodnews

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবনী চমক: লক্ষ্য এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চ

মোঃ পলাশ উদ্দীন (চুয়াডাঙ্গা)

উন্নত প্রযুক্তির রোবট উদ্ভাবন করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদ। মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পর এবার তার লক্ষ্য থাইল্যান্ড।

আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংককের আল মেরোজ হোটেলে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ (WYSII) প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে জিহাদের নেতৃত্বাধীন ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। এই আন্তর্জাতিক মিশনের যাত্রাকে সুগম করতে পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মোহা: সাহিদুজ্জামান টরিক।

সাহিদ গ্রুপের অর্থায়ন ও অনুপ্রেরণা
জিহাদের এই বিশ্বজয়ের স্বপ্ন পূরণে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সিআইপি সাহিদুজ্জামান টরিক এই অনুদান তুলে দেন।

এ সময় তিনি বলেন, “জিহাদের এই উদ্ভাবন চুয়াডাঙ্গাবাসীর জন্য গর্বের। আমি বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই—আপনারা এই প্রতিভার পাশে দাঁড়ান। আজ জিহাদ বিশ্বমঞ্চে সফল হলে চুয়াডাঙ্গাই বিশ্ব দরবারে সম্মানিত হবে।

এ সময় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জিহাদের মা নাসিমা খাতুন এবং স্বজন আব্দুল্লাহ আল মামুন রিংকু, শিবলী সাদিক শিমুল, সোহানুর রহমান সোহান, ওয়াসিম, সালাউদ্দিন রানা, আব্দুল আজিজ, সুমাইয়া আক্তার ইশিতা, আলী হাইদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্ময়কর উদ্ভাবন ‘হেক্সাগার্ড রোভার’
দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদ হাসান জিহাদের আবিষ্কৃত ‘হেক্সাগার্ড রোভার’ মূলত একটি বহুমুখী রোবট। ১৫ কেজি ওজনের এই রোবটটি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং কৃষি খাতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম। এতে রয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম, মেটাল ও গ্যাস ডিটেক্টর এবং ড্রোন প্রযুক্তি।

রোবটটি যেমন জ্বলন্ত ভবন থেকে মানুষ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিতে পারে, তেমনি মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করতেও সক্ষম। এছাড়া ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক প্রয়োগ এবং বন্যপ্রাণী উদ্ধারেও এটি পারদর্শী।

জিহাদ ইতিপূর্বে তার প্রজেক্ট ‘হেক্সাগার্ড রোভার’-এর মাধ্যমে ওয়ার্ল্ড ইয়ুথ (STEM) ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬ (রোবোটিক্স ও ড্রোন) বিভাগে স্বর্ণপদক জয়, সেরা উদ্ভাবনী ধারণা পুরস্কার অর্জন, ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ জাতীয় পর্বে রৌপ্যপদক জয় এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থানসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।

গত বছরের ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার সেগাই (SEGI) বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYAS) আয়োজিত ‘বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৫’-এর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে জিহাদের ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। পাঁচটি বিভাগের মধ্যে ‘আইটি অ্যান্ড রোবটিক্স’ বিভাগে অংশ নিয়ে জিহাদের ১৫ কেজি ওজনের ‘হেক্সাগার্ড রোভার’ সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপদক অর্জন করে।

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ের পর জিহাদের এবারের লক্ষ্য থাইল্যান্ডে চলতি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা World Youth STEAM Invention Innovation (WYSII) 2026। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (MYSO)-এর আমন্ত্রণে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব।

মূলত বাংলাদেশ তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক সমিতি (বাইসিস) আয়োজিত বিশ্ব যুব বিজ্ঞান আবিষ্কার উদ্ভাবন ‘জাতীয় পর্ব’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক দলের অংশগ্রহণের মধ্য থেকে সারাদেশ থেকে মাত্র ১০টি দল আন্তর্জাতিক পর্ব (থাইল্যান্ড-২০২৬)-এর জন্য নির্বাচিত হয়। এর মধ্যে জিহাদের চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব একটি।

জিহাদ জানান, তার এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা নাসিমা খাতুন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রজেক্টকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বড় কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন তিনি।

থাইল্যান্ডের এই আসরে জিহাদের সঙ্গী হিসেবে থাকছেন ওয়াহিদ আব্দুল্লাহ, মো. সাইফ আল ফাহাদ এবং মো. শাহরিয়া ফাহিম। আগামী ২৭ জানুয়ারি চার সদস্যের প্রতিনিধি দলটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আল মেরোজ হোটেলে এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গার এই তরুণ বিজ্ঞানীর হাত ধরে বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকা গৌরবের সঙ্গে উড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াতের তুলনায় বিএনপিতে পাকিস্তানপন্থী রাজাকার বেশি : ডা. সুলতান আহমদ

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান...

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্...

তারেক রহমানকে নিয়ে এনসিপির অভিযোগ ভিত্তিহীন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এ...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য

ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা...

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবনী চমক: লক্ষ্য এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চ

উন্নত প্রযুক্তির রোবট উদ্ভাবন করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহি...

রামুতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী লেদা পুতু নিহত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম প্রকা...

দাগনভূঞায় যৌথ সেনা অভিযানে নির্বাচনের সহিংসতার পরিকল্পনাকারী গ্রেফতার

ফেনীর দাগনভূঞা উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি...

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

হাটহাজারীতে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. আবু নাঈম সিদ...

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবনী চমক: লক্ষ্য এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চ

উন্নত প্রযুক্তির রোবট উদ্ভাবন করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহি...

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা