সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে আবারও যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। ভিসা সমস্যার কারণে তিন দিন দুবাই বিমানবন্দরে আটকে থাকা এই দুই ক্রিকেটারের সব জটিলতা অবশেষে কেটে গেছে। ফলে জরুরি বিকল্প হিসেবে দুবাই পাঠানো নাসুম আহমেদকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরের শুরুতেই বিপাকে পড়েন লেগ স্পিনার রিশাদ ও পেসার নাহিদ। বৈধ ভিসার অভাবে দুবাই বিমানবন্দরে থাকতে হয় তাদের। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে দ্রুত বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমে জানান, ‘ভিসা জটিলতার কারণে আমরা নাসুমকে পাঠিয়েছিলাম। এখন যেহেতু রিশাদ ও নাহিদ দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুমকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’
বর্তমানে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে খেলছে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। রিশাদ ও নাহিদ দ্বিতীয় ম্যাচের আগেই দলের প্রস্তুতিতে যোগ দেওয়ায় নাসুমকে রাখার প্রয়োজন হচ্ছে না। তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে।
নাসুম আহমেদকে আমিরাতে পাঠানোর আগে তিনি ছিলেন সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে তার। সে লক্ষ্যে রোববারই দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে তার জন্য।
নাজমুল ফাহিম বলেন, ‘নাসুমকে দ্রুত সিলেটে পাঠানো হবে, যাতে বাংলাদেশ 'এ' দলের হয়ে দ্বিতীয় চার দিনের ম্যাচে অংশ নিতে পারে।’
আমারবাঙলা/জিজি