নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে: এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য ও প্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং দলটি সামনের দরজা দিয়েই রাষ্ট্রক্ষমতায় যাবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি-এবারও জনগণের ভোটেই ক্ষমতায় যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের কোর্ট রোডে প্রেসক্লাব মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভা ও সদর–রাজনগর উপজেলার রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। নির্বাচিত হলে গ্রামীণ ও শহুরে সড়ক সংস্কারই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। পৌরসভা, ইউনিয়ন ও থানা-সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বহু সড়ক ও ফুটপাত জরুরি সংস্কারের অপেক্ষায় রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে মৌলভীবাজারেই প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাওয়া যায়।

রেল যোগাযোগ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, সিলেট–মৌলভীবাজার রেলপথে দীর্ঘদিন ধরে টিকিট সংকট বিরাজ করছে। এ সমস্যা নিরসনে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যা মাঝপথে কোথাও যাত্রাবিরতি করবে না। এতে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে।

শমসেরনগর বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, সিলেট–মৌলভীবাজার অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও দীর্ঘদিন ধরে শমসেরনগর বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। নতুন সরকার গঠিত হলে বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করে আঞ্চলিক যোগাযোগ ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঈমানি দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করা। তিনি দাবি করেন, শহর থেকে গ্রাম-সর্বত্র ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি এম নাসের রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এম নাসের রহমান শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাথায় তারেক রহমানের স্নেহের হাত, রাজনীতিতে দীপ্তির ত্যাগের স্বীকৃতি

চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আবেগঘন মুহূর্ত...

কুষ্টিয়ায় ড. শফিকুর রহমানের আহ্বান: চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করুন

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্...

প্রত্যাশার নারায়ণগঞ্জ, হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে জনজীবন বিপন্ন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা ও সীমাহীন দুর্ভোগ...

নীলফামারীতে মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্ব...

ক্ষমতার কেন্দ্র জনগণ—ফেনীর জনসভায় তারেক রহমান

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন...

ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি।...

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেওয়ায় আইসিসির কাছে ব্যাখ্যা চাইল বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের জন্য কোনো অ্যাক্রেডিটেশন দ...

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে, জানাল বিসিবি

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে নতুন করে উ...

ইরানে বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার: মানবাধিকার সংস্থা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬...

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা