রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি পূর্বাচলের গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পরে হাসপাতালের পথে যাত্রা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তিনি আরও বলেন, তিনি দেশের জন্য একটি পরিকল্পনা নিয়ে এগোতে চান এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা রয়েছে।
এর আগে একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আমারবাঙলা/এসএবি