নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উন্নয়নের লক্ষ্যে নতুন সংগঠন ‘মনোহরদী জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আত্মপ্রকাশ করেছে।
সম্প্রতি স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জে. এম. শাহজাহান মোল্লাকে সভাপতি এবং মোঃ নুরুল আমিন ফরাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি জে. এম. শাহজাহান মোল্লা বলেন, “এই সংগঠন মনোহরদীর সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলবে, যা তাদের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করবে এবং সমাজে সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করবে।”
আমারবাঙলা/এসএ