মধ্য পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) কিছু জায়গায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে বছরের শেষ কয়েক দিনে শীত আরও জোরালো হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সকালে রেকর্ড করা তাপমাত্রা:
কিশোরগঞ্জের নিকলী: ৯.৮° সেলসিয়াস
ঢাকা: ১৪.৩° সেলসিয়াস
রাজশাহী ও রংপুর: ১৩°
বরিশাল: ১৩°
ময়মনসিংহ: ১৩.৩°
সিলেট: ১৪.৮°
চট্টগ্রাম: ১৬°
খুলনা: ১৩.৮°
আজ সকাল ৯টা থেকে আগামী ৫ দিন দেশের আবহাওয়া কিছুটা স্থির থাকতে পারে। দিনের বেলা আকাশ আংশিক মেঘলা, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু জায়গায় দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান, নৌ এবং সড়ক যোগাযোগে সাময়িক সমস্যার সম্ভাবনা রয়েছে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিমি বেগে বাতাস বইতে পারে।
আগামী দিনগুলোর পূর্বাভাস:
২৯ ডিসেম্বর: আবহাওয়া প্রায় অপরিবর্তিত।
৩০ ডিসেম্বর: হালকা থেকে মাঝারি কুয়াশা, নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩১ ডিসেম্বর: দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
শীত আরও বাড়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন অঞ্চলে ঠাণ্ডা অনুভূতি তীব্র হবে, তাই বাইরে বেরোনোর সময় উষ্ণ পোশাক ব্যবহার করা জরুরি।
আমারবাঙলা/এসএবি